Friday, 24 September 2010

Bangla poem of Razia Sultana Sonia (New-1)

                                                      E-mail : sonia.chdsr@yahoo.com

স্পর্শ
আমি সুখের দিন গুলোতে
তোমায় কাছে পাই নি,
জীবন যখন হারানো সুখে আসক্ত
তখনও তোমার স্পর্শ পাই নি।
আমি স্বপ্ন দেখেছি
আমি ভেবেছি
তোমার বুকে মাথা রেখে
দীর্ঘঃশ্বাস ছেড়েছি
তবুও তোমার স্পর্শ  পাই নি।
আমি দিগন্ত পথে একা চলেছি
সাতটি রঙের পরশ পেয়েছি
আমি  আগুন ঝরা বর্ষা দেখেছি
বৃষ্টি ফোটার পরশ পেয়েছি
কিন্তু তোমার স্পর্শ পাই নি।
তুমি আমায় ভাবতে শেখালে
পৃথিবীকে ভালোবাসতে শেখালে
শিখিয়ে সবি কেন আজ আমি
তোমার স্নিগ্ধ স্পর্শ পাই নি।
তোমার স্নিগ্ধ পরশ পেতে
স্বপ্ন দেখি বিভাবরীতে
বল কবে যাব তোমার পানে
সকল বাধার দুয়ার টেনে।।
কল্পমায়ার রূপ
তিমির শশী উঠে শূন্যে
চেয়ে দেখি তাই মূগ্ধ নয়নে,
স্মৃতির পটে হাত ছানি দেয়
রয়েছি আমি সেই অরন্যের।
পাবন স্রোতের হিমহিম নেশা
বিভাবরীতে কাটাই দিশা,
চন্দিমাটা শূন্য হয়ে
দৃষ্টি ছোয়ায় ঘন বরষা।
নিকেতন মোর অকূল পাথারে
রয়েছি আমি স্বপ্ন কান্তারে,
এিদসালয় সুখের ছোয়ায়
নিয়ে ভাবি তাই শুধু আগারে।
শুভ্র সকালে মিহির ছোয়ায়
দিগন্ত হারায় ফেনিল দোলায়
অন্ন তনয়া লালসা লয়ে
বিহোমিত হয় শোভামান আলয়ে।
পত্র শাখায় সমীর প্রবেশ
বিপিন ছড়ায় এিবদ আবেশ,
সবুজ শাখার বসন্ত দূতে
ধ্বণিত হয় সুবর্ন আবেশ।
এ যে মোর প্রিয় গ্রাম
যেখানে ছড়ায় কেলাপী পেখম,
মেঘলা দিবায় আত্নহারায়
তেমনি সুখের এই দিবালয়।

No comments:

Post a Comment

Pageviews last month