উপকরণ
পুঁই শাক ১ মুঠা (ছোট করে কেটে নিতে হবে)
আলু ১ টা মাঝারি সাইজ(কুচি করে কেটে নিতে হবে)
চিংড়ি ২০০ গ্রাম
পেঁয়াজ ১ টা
রসুন বাটা ১ চামচ
লবণ পরিমাণ মত
হলুদ আধা চামচ
ধনিয়া গুঁড়া আধা চামচ
কাঁচা মরিচ ৭/৮ টি
তেল পরিমাণ মত
যে ভালে পুঁই চিংড়ি রান্না করতে হবে...........................।
একটি কড়াইয়ে সব উপকরণ এক সাথে দিয়ে ভাল করে মেখে অল্প পানি দিয়ে চুলাই বসায়ে দিতে হবে । পানি শুকিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে পরিবেশন করুণ পুঁই চিংড়ি ।
No comments:
Post a Comment