Saturday, 18 December 2010

রাজিয়া সুলতানার নতুন কবিতা (প্রথম বিকেল এবং বালুচর)

প্রথম বিকেল

পড়ন্ত বিকেল
সূর্যটা যখন রক্তিম আভায় আচ্ছন্ন
পাখি গুলো নীরে ফিরতে বিঘ্ন
তখন হৃদয়ে আমার উঠে সোনালী সকাল।

আমার স্নিগ্ধ অনুভূতি
চিত্তে সারা জাগানো শীতল শিহরণ
আর একাকার হয়ে যাওয়া সকল স্বপন
আমায় এনে দেয় এক ছায়াবীথি

তোমার চোখে দৃষ্টি রেখে
আধার ঢেকে রাখে সকল অক্ষিপট
চঞ্চলতায় ভরে উঠে পথঘাট
আমি ভেসে যাই এক নিদারুন সুখে।


 

বালুচর

এক বিনীদ্র রজনী
সমস্ত মহাবিশ্বের হাতছানিতে
আমি যেন জেগে থাকা এক রাতের আধার।

এক অদৃশ্য স্বপ্ন ছোয়া
হৃদয়ের সব শিহরণ নিয়ে পারি দেয়
দূর এক অজানা পাথারে।

এক অদূরের মহাকাশ
দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি আপন মায়ায়
ভাবছি , সে কি আসবে আবার ?
এমন এক নিশিরাতে
তোমার স্মৃতি আমায় আচ্ছন্ন করে রেখেছে
তুমি কি রাখ তার খবর ?

আমি জানি !
তুমি সে ঠিকানা অনেক আগেই ভুলে গেছ
কি ভাবে দিবে এক স্বপ্নিল তীর?

সিক্ত নয়নে
যেদিন তোমার নামটি অকপটে বলেছিলাম
সেদিন বুঝেছিলাম তুমি অনির্বার।

জীবনের সব সুখের মাঝে
তোমাকে চেয়েছিলাম খুব আপন করে
কিন্তু !
তুমি দূর আকাশে
জেগে থাকা এক সন্ধ্যাতারা ।

তাই  স্বপ্ন আমার কাছে আজ
এক স্পর্শকাতর বালুচর।



No comments:

Post a Comment

Pageviews last month