Tuesday, 31 July 2018

গাজরের হালুয়া

উপকরণ
গাজর ২ টা ( কুচি করে কাটা)
দুধ আধা লিটার ( ঘন করা)
চিনি পরিমাণ মত
ঘি ১০০ গ্রাম
বাদাম  পরিমাণ মত
কিসমিস পরিমাণ মত
তেস পাতা ২ টা
সাদা এলাচ ৩/৪ টি
দারচিনি ২ টা  

যে ভাবে বানাতে হবে.....................।।
প্রথমে গাজর  কুচি একটি পাত্রে দিয়ে হালকা পানি ছিটিয়ে ভাবে দিতে হবে, তারপর নামিয়ে একটি প্যানে ঘি দিয়ে তাতে গাজর কুচি দিয়ে ভাল ভাবে ভাজতে হবে, তারপর তাতে দুধ, চিনি, এলাচ, তেস পাতা, দারচিনি দিয়ে নাড়তে হবে, নাড়তে নাড়তে যখন কড়ায় থেকে হালুয়ার গা ছেড়ে আসবে তখন কিসমিস বাদাম দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলুন।

ডিমের কোরমা

উপকরণ
ডিম ৬ টি (সিদ্ধ করা)
টক দই ১ কাপ
মিষ্টি দই আধা কাপ
পেয়াজ বাটা  ২ চামচ
পেঁয়াজ কুচি আধা কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
জিরা গুঁড়া আধা চামচ
ধনিয়া গুঁড়া আধা চামচ
কাঁচা মরিচ ৭/৮ টি
চিনি ১ চামচ
তেল পরিমাণ মত
ঘি  পরিমাণ মত
কিসমিস পরিমাণ মত
তেস পাতা ২ টি
গরম মসলা সামান্য পরিমাণ
গোল মরিচ গুঁড়া আধা চামচ
লবণ  পরিমাণ মত

আমরা যে ভাবে ডিমের কোরমা তৈরি করব........................।।
একটি প্যানে তেল  ,ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি গুলো বাদামি রঙ করে ভেঁজে নিতে হবে এবং কিছু পেঁয়াজ আলাদা করে  তুলে  রাখতে হবে  তারপর তাতে এক  এক করে  পেঁয়াজ বাটা ,আদা বাটা ,জিরা গুঁড়া ,গরম মসলা গুঁড়া,  গোলমরিচ গুঁড়া , তেস পাতা,ধনিয়া গুঁড়া ,লবণ ও সামান্য পানি দিয়ে ভাল ভাবে মসলা কষাতে হবে এরপর তাতে ডিম  দিয়ে   ঢেকে দিতে হবে । তারপর তাতে দই দিয়ে  এবার ঢেকে দিতে হবে।  মাখা মাখা হয়ে এলে চিনি ও কাঁচা মরিচ  ও বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুণ ডিমের কোরমা।

মাশরুম ভাজি

মাশরুম ভাজি করতে আমাদের যা যা লাগবে 

মাশরুম ২৫০ গ্রাম (কুচি করে কেটে নিতে হবে)
আলু ১ টি (মাঝারি সাইজ এর)কুচি করে কেটে নিতে হবে
পেঁয়াজ ১ টি (বড়)
লবণ (পরিমাণমত)
হলুদ (পরিমাণমত)
ধনিয়া গুঁড়া (পরিমাণমত)
তেল (পরিমাণমত)
কালজিরা সামান্য পরিমাণ
গোটা জিরা সামান্য পরিমাণ

যে ভাবে ভাজি করব......।।

প্রথমে মাশরুম  ভাপ দিয়ে পানি ঝড়িয়ে নিতে হবে। তারপর কড়ায়ে তেল দিয়ে তাতে গোটা জিরা ,কালজিরা দিয়ে দিতে হবে , এরপর  পেঁয়াজ  কুচি দিয়ে দিতে হবে ,পেঁয়াজ লাল হয়ে এলে তাতে মাশরুম , আলু  আর বাকি সব মসলা দিয়ে দিতে হবে। হাল্কা আঁচে কিছু ক্ষণ  রান্না করতে হবে ।হয়ে যাবে মাশরুম ভাজি ।
আপনি চাইলে মাশরুম ভাজি ভাত বা রুটি র সাথে খেতে পারেন ।

Pageviews last month